ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ৪৯০ পিস ইয়াবাসহ ফরিদ শিকদার (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। ফরিদ উপজেলার মধ্যরগাতী এলাকার আজাহার শিকদারের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভাঙ্গা জোন) মোহাম্মদ মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বোয়ালমারীর কুশাডাঙ্গা এলাকার একটি মুদিদোকানের সামনে থেকে ফরিদ শিকদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থেকে ৪৯০ পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা করে ফরিদকে আদালতে প্রেরণ করা হয়েছে।