• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

তিন মাস কারাভোগ শেষে ভারতে ফিরলেন যুবক


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ০৬:২৯ পিএম
তিন মাস কারাভোগ শেষে ভারতে ফিরলেন যুবক
ভারতীয় ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের কাছে শম্ভ সিংকে হস্তান্তর করা হয়। ছবি : প্রতিনিধি

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তিন মাস কারাভোগ শেষে নিজ দেশ ভারতে ফিরেছেন শম্ভ সিং সরকার (৪৫) নামে এক যুবক।  

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

বুড়িমারী ইমিগ্রেশন সূত্রে জানা যায়, ভারতীয় নাগরিক শম্ভ সিং সরকার কোচবিহার জেলার কুচলিবাড়ি থানার ১৩০ ভোটবাড়ি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম জয়রাম সিং সরকার।

শম্ভ সিংকে ফেরত দেওয়ার সময় উপস্থিত ছিলেন ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সুরজিত বিশ্বাস, মেখলিগঞ্জ পুলিশের সার্কেল ইন্সপেক্টর ডালিম অধিকারি, বিএসএফের ১৫১ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার এস এস সনোয়াল।

বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বুড়িমারী ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আহসান হাবীব সরকার পলাশ, পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বুড়িমারী বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার হাফিজুর রহমান।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনের চেকপোস্টের ওসি আহসান হাবীব সরকার পলাশ বলেন, “ভারত থেকে আসা ওই নাগরিক দীর্ঘ তিনমাস আগে সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করেন। বাংলাদেশ সীমান্তে ঘোরাঘুরির সময় একপর্যায়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। আদালত তাকে সাজা দেয়। সাজা শেষে আজ ভারতে পাঠানো হয়েছে।”

Link copied!