• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

বাঁশঝাড়ের নিচে পড়েছিল তরুণীর মরদেহ


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২২, ০২:২০ পিএম
বাঁশঝাড়ের নিচে পড়েছিল তরুণীর মরদেহ
ছবি: মরদেহ দেখতে এলাকাবাসীর ভিড়

জামালপুরে অজ্ঞাতনামা তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। তাকে ধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি সদর উপজেলার রানাগাছা কুমারিয়া এলাকার রাস্তার পাশে বাঁশঝাড়ের নিচে ফেলে রাখা হয়।

পুলিশ জানিয়েছে, শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার কুমারিয়া গ্রামে দুর্বৃত্তরা এক অজ্ঞাতনামা তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করে। পরে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি( কাজী শাহনেওয়াজ জানান, রোববার (৪ সেপ্টেম্বর) সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!