ঘরে স্ত্রী-পুত্রের মরদেহ, গাছে ঝুলছিল স্বামীর লাশ


হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩, ০৮:২৩ পিএম
ঘরে স্ত্রী-পুত্রের মরদেহ, গাছে ঝুলছিল স্বামীর লাশ

হবিগঞ্জের চুনারুঘাটে সন্তানসহ এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশাল গ্রামে নিজ বাড়ি থেকে আব্দুল হকের ছেলে সুর্যালোক হক, তার স্ত্রী জেসমিন আক্তার এবং তাদের ছেলে ইয়াছিনের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, এর আগে একবার পারিবারিক কলহের জেরে সুর্যালোক তার স্ত্রীকে হত্যা করতে চেয়েছিল। তখন স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়। বৃহস্পতিবার দুপুরে গাছের ডালে সুর্যালোককে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে। এর মধ্যে স্ত্রী ও সন্তানের মরদেহ ছিল ঘরে এবং স্বামীর মরদেহ বাড়ির পাশে গাছে ঝুলছিল। ধারণা করা হচ্ছে স্ত্রী-সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!