• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

ঢাকা-নারায়ণগঞ্জে ট্রেন কবে থেকে চলবে, জানালেন রেলমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৩, ০৪:২০ পিএম
ঢাকা-নারায়ণগঞ্জে ট্রেন কবে থেকে চলবে, জানালেন রেলমন্ত্রী

আগামী ১ আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ পথে রেল চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, “ঢাকা-নারায়ণগঞ্জ পথে অল্প সময়ের মধ্যে ডাবল লাইন প্রকল্পের কাজ পুনরায় শুরু করা হবে।”

মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের চাষাড়া রেল স্টেশনে ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল লাইন প্রকল্পের কাজ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম সুজন বলেন, “ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মাসেতু হয়ে রেল চলাচল কার্যক্রম আগামী অক্টোবরের শুরুর দিকে উদ্বোধন করা হবে। এখন কমলাপুর থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রায়াল লেন শুরুর প্রক্রিয়া চলছে। একটি পূর্ণাঙ্গ ট্রেন দিয়ে ট্রায়াল লেনের ব্যবস্থা করা হয়েছে।”

রেলমন্ত্রী বলেন, “চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেল চলাচল প্রকল্পের কাজ শেষ করে আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাসের মধ্যেই রেল চলাচল উদ্বোধন করা হবে।”

Link copied!