• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

পুলিশ দেখে বোমা বিস্ফোরণ করে পালিয়ে গেলেন নেতাকর্মীরা


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩, ০২:৪৭ পিএম
পুলিশ দেখে বোমা বিস্ফোরণ করে পালিয়ে গেলেন নেতাকর্মীরা

বগুড়া শহরে জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২০ নভেম্বর) সকাল ৯টার দিকে শহরের কানছগাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া শহরের সাতমাথা-বনানী সড়কের কানছগাড়ি মোড়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। এ সময় তারা টায়ার জ্বালিয়ে ও রোড ডিভাইডার সড়কে ফেলে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে নেতাকর্মীরা তিনটি হাতবোমার বিস্ফোরণ করে পালিয়ে যান৷

এছাড়া হরতালে সমর্থনে সকাল ৮টার দিকে শহরের নামাজগড়ে বগুড়া পৌর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমানের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের করা হয়।

সকাল সাড়ে ৭টার দিকে শহরের বটতলা মোড়ে জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার নেতৃত্বে আর পিটিআই মোড়ে সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার নেতৃত্বে মিছিল করা হয়েছে।

বগুড়ার পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, সড়কে আগুন জ্বালিয়ে কাউকে জনগণের যানমালের ক্ষতি করতে দেওয়া হবে না। নাশকতাকারীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে আছে।

Link copied!