• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

রেললাইনে বসে মোবাইলে খেলছিল গেম, প্রাণ গেল দুই স্কুলছাত্রের


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৪, ০৩:৪৭ পিএম
রেললাইনে বসে মোবাইলে খেলছিল গেম, প্রাণ গেল দুই স্কুলছাত্রের
প্রতীকী ছবি

জামালপুরের মেলান্দহের রুকনাই রেলক্রসিং এলাকায় কমিউটার ট্রেনে কাটা পড়ে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

সোমবার (২২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার দুমুঠ ইউনিয়নের বটতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের নাম শাকিল ও মজিবর। তারা রুকনাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী আনসার সদস্য ফরিদ উদ্দিন জানান, রুকনাই রেলক্রসিং এলাকায় রেললাইনে বসে তারা কানে হেডফোন লাগিয়ে মোবাইলে গেমস খেলছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটি রুকনায় রেলক্রসিং অতিক্রমের সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ধারণা করা হচ্ছে, রেললাইনে বসে হেডফোন লাগিয়ে মোবাইলে গেম খেলার কারণে তারা ট্রেন আসার শব্দ শুনতে পারেনি।

ওসি মাহবুবুর রহমান জানান, ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর বব্যবস্থা করা হচ্ছে। এই ঘটনা অপমৃত্যুর মামলা হবে বলেও জানান তিনি।

Link copied!