• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ৭ জ্বিলকদ ১৪৪৫

বাস-অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৫, ২০২৩, ০৩:০৩ পিএম
বাস-অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ছাত্তারকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মৃত গিয়াস উদ্দিনের ছেলে হালিম (৩২) ও একই উপজেলার ডোয়াইল গ্রামের মজিবর রহমানের ছেলে ওয়াজেদ (৪০)।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইদ্রিস আলী দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে ঢাকাগামী একটি বাস ধনবাড়ী উপজেলার ছাত্তারকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় এবং আহত হন আরও চারজন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আল আমিন বলেন, দুর্ঘটনায় চারজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  

Link copied!