রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে চার্জারভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন ।
মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের জামতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার মহাদীপুর গ্রামের ভ্যানচালক মোকলেছার রহমান ও একই উপজেলার কিশোরগাড়ী গ্রামের রেজাউল ইসলাম।
বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান ইসলাম জানান, পাবনা থেকে ছেড়ে আসা মহানগর নামের রংপুরগামী যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌঁছালে চার্জারভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ও ভ্যানের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
পরে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে বড়দরগা হাইওয়ে পুলিশ। এ ঘটনায় বাসটি জব্দ করেছে বড়দরগা হাইওয়ে থানা-পুলিশ।