• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, বৃদ্ধ নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৩, ০১:২৭ পিএম
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, বৃদ্ধ নিহত

বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে আহম্মদ রশিদ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। একই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় বান্দরবান-কেরানীহাট সড়কের টিটিসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আহম্মদ রশিদ (৬০) বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালাঘাটা এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।

আহত জয়নাল (৩৮) ও আবুল হাশেম (৩০) ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবান-কেরানীহাট সড়কের রেইছা নীল পাহাড় হোটেলের কাছে মৃত্তিকা অফিস বাউন্ডারির পাশে এক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা তিন জনের মধ্যে দুই জন গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক আহম্মদ রশিদকে মৃত ঘোষণা করেন।

বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার সাইদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় আহমেদ রশিদ, জয়নাল ও আবুল হাশেম নামে তিন জনকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আবদুল জলিল জানান, নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনিপ্রক্রিয়া চলমান আছে।

Link copied!