• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

টাঙ্গাইলে ঐতিহ্যবাহী রশি টান খেলা অনুষ্ঠিত


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৩, ০৯:৩৯ এএম
টাঙ্গাইলে ঐতিহ্যবাহী রশি টান খেলা অনুষ্ঠিত

টাঙ্গাইলের গোপালপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রশি টান খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ চাতুটিয়া সীমান্ত বাজারে এ রশি টান খেলার আয়োজন করা হয়।

খেলায় উপজেলার ভেঙ্গুলা একাদশকে হারিয়ে চাতুটিয়া একাদশ বিজয়ী হয়। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, নগদা শিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেল, হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলকিস জাহান ও জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান প্রমুখ। 

Link copied!