• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশের তিন সদস্য আহত


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৩, ০৫:৪০ পিএম
মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশের তিন সদস্য আহত
ককটেল বিস্ফোরণে পুলিশের তিন সদস্য আহত। ছবি : সংগৃহীত

বগুড়ার গাবতলীতে বিএনপির মিছিল থেকে নিক্ষেপ করা ককটেল বিস্ফোরণে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে গাবতলী মডেল থানা সংলগ্ন তিনমাথা মোড়ে ককটেল হামলার ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আখতার।

আহত পুলিশ সদস্যরা হলেন গাবতলী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস, সহকারী উপপরিদর্শক (এএসআই) এনামুল হক ও জয়দেব কুমার।

অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, “গাবতলী পৌর এলাকার তিনমাথা মোড়ে পুলিশের একটি দল দায়িত্ব পালন করছিল। বেলা দেড়টার দিকে অবরোধের সমর্থনে বিএনপির একটি মিছিল তিনমাথা মোড় হয়ে দলীয় কার্যালয়ে যাচ্ছিল। এ সময় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করা হয়।” 

তিনি আরও বলেন, “ককটেলটি কাছাকাছি রাস্তায় পড়ে বিস্ফোরিত হলে তিনজন পুলিশ সদস্য আহত হন। তাদের পাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার পর পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।”

তবে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় মামলা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Link copied!