• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ৭ জ্বিলকদ ১৪৪৫

লাইসেন্সের মেয়াদ না থাকায় তিন ইটভাটাকে জরিমানা


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ৩, ২০২৩, ০৮:৩১ পিএম
লাইসেন্সের মেয়াদ না থাকায় তিন ইটভাটাকে জরিমানা

দিনাজপুরের খানসামায় তিনটি ইটভাটার মালিককে মোট ৩ লাখ টাকা জরিমান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভাটার লাইসেন্সের মেয়াদ না থাকায় তাদের জরিমানা করা হয়।

বুধবার (৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দুইটি ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের এসএইচবি বিক্স ও একই ইউনিয়নের আমতলী এলাকার তামিম বিক্স এবং ভাবকী ইউনিয়নের কুমড়িয়া এলাকার এসএনএস বিক্স নামের তিনটি ইটভাটাকে জরিমান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিস্ট্রেট মারুফ হাসান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বিষয়টি নিশ্চিত করে মারুফ হাসান জানান, উচ্চ আদালত থেকে কাগজপত্র বিহীন ইটভাটা বন্ধের নির্দেশ রয়েছে। পরিবেশ দূষণকারী ও অবৈধ ইটভাটা বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। আগামীতে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

Link copied!