পাহাড়ে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ


বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: মে ৮, ২০২৩, ০৮:২৩ পিএম
পাহাড়ে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়ন থেকে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের নাম-পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে পাহাড়ের দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় তাদের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ মে) বিকালে পাইংক্ষ্যং পাড়া থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রোয়াংছড়ি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।

স্থানীয়দের বরাতে সাইফুল ইসলাম জানান, রোয়াংছড়ির পাইক্ষ্যংপাড়া এলাকা থেকে অজ্ঞাতনামা তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো সদর হাসপাতালে পাঠানো হবে। তদন্ত করে বিস্তারিত পরে জানা যাবে।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!