লালমনিরহাটের একটি বেসরকারি ক্লিনিকে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন শারমিন বেগম (২২) নামের এক গৃহবধূ।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে সিজার অপারেশেনের মাধ্যমে জন্ম নেওয়া তিন সন্তানের মধ্যে দুটি মেয়ে ও একটি ছেলে। মা ও দুই সন্তান সুস্থ, আর একজন অসুস্থ বলে জানিয়েছেন চিকিৎসক।
গৃহবধূ শারমিন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের জাকলাটারি গ্রামের রাশিদুল ইসলামের স্ত্রী।
খোঁজ নিয়ে জানা যায়, শারমিন বেগম অসুস্থ হলে কুড়িগ্রামের এক চিকিৎসককে দেখান রশিদুল ইসলাম। পরে সেখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দুটি যমজ সন্তানের কথা বলেন। বিষয়টি জানার পর স্বামী রশিদুল ইসলাম এক আত্মীয়ের মাধ্যমে লালমনিরহাট টিঅ্যান্ডটি রোডের মনোয়ারা ক্লিনিকে ভর্তি করান।
সেখানে শনিবার রাতে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন শারমিন বেগম। এরপর পরিবারের লোকজন তিন সন্তানের নাম রাখেন আলিফ, লাম ও মিম। তাদের মধ্যে লাম অসুস্থ হলে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দুই সন্তান ও তাদের মা সুস্থ আছেন।
চিকিৎসক রেজিয়া আক্তার বলেন, “এই প্রথম তিন সন্তান সিজারের অভিজ্ঞতা আমাদের। সফল অস্ত্রোপচার হয়েছে। তবে শিশুদের বয়স কম হওয়ায় উন্নত চিকিৎসা প্রয়োজন। সদর হাসপাতালে এক শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে।”