• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৯ জ্বিলকদ ১৪৪৫

আগ্নেয়াস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২২, ২০২৩, ০৮:৫৮ পিএম
আগ্নেয়াস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র ও দাসহ ডাকাতদলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

মঙ্গলবার (২১ মার্চ) নোয়াখালীর সুধারাম থানা ও লক্ষীপুর জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন সদর উপজেলার দরবেশপুর গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে কোরবান আলী দুলাল (৪৬) ও লক্ষীনারায়ণপুর এলাকার মো. ইব্রাহীমের ছেলে বাকের হোসেন অনু (২৪) এবং লক্ষীপুর জেলার রামগতি থানার মধ্যমচর এলাকার মো. আব্দুল কালামের ছেলে মো. দিদার (২৫)।    

পুলিশ জানায়, মঙ্গলবার নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকায় ডাকাতির জন্য একদল ডাকাত প্রস্তুতি নিচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে পুলিশ সেখানে উপস্থিত হলে বেশ কয়েকজন পালিয়ে যায়। এসময় একটি পাইপগান ও দুটি দাসহ কোরবান আলী দুলাল ও বাকের হোসেন অনুকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষ্মীপুরের রামগতি থানার আজাদনগর ব্রীজ থেকে মো. দিদার (২৫) নামের আরেক ডাকাতকে গ্রেপ্তার করা হয়।   

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে। এছাড়া দুলাল ও দিদারের বিরুদ্ধে লক্ষীপুর, নোয়াখালী ও ভোলায় একাধিক ডাকাতি, অস্ত্র ও অপহরণ মামলা রয়েছে।

Link copied!