দিনাজপুরে রুমি আকতার (২৩) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী রমিদুল পলাতক।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের উত্তর বালুবাড়ী এলাকার একটি ভাড়াবাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রুমি আক্তার সদর উপজেলার ৯ নম্বর আস্করপুর ইউনিয়নের খানপুর বোয়ালমারী এলাকার রফিকুল ইসলামের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, রমিদুল নামের এক ছেলেসহ রুমি স্বামী-স্ত্রী পরিচয়ে বালুবাড়ী শাহী মসজিদের পার্শ্ববর্তী ভিন্নতা হোটেলসংলগ্ন একটি বাড়ির চতুর্থ তলা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। তারা নিয়মিত সেখানে থাকতেন না। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির মালিক এবং স্থানীয়রা তাদের চিৎকার শুনতে পান এবং কিছুক্ষণ পরে স্বামী রমিদুলকে মোটরসাইকেল নিয়ে চলে যেতে দেখেন। পরে তারা রুমিকে ঘরের জানালার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি পুলিশে জানান। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন বলেন, রুমি নার্সিংয়ে পড়ালেখা করতেন এবং অনিয়মিতভাবে ভাড়া বাড়িতে থাকতেন। স্বামী বর্তমানে পলাতক। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। পলাতক স্বামীকে খোঁজার চেষ্টা চলছে। পুলিশ এ বিষয়ে কাজ করছে।