• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৭ জ্বিলকদ ১৪৪৫

ওয়াজ শুনে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৩, ০৪:০৮ পিএম
ওয়াজ শুনে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের

নোয়াখালীর হাতিয়ায় ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আবদুল মোতালেব (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার চরছেঙ্গা নামক স্থানে এ  দুর্ঘটনা ঘটে।  

নিহত আবদুল মোতালেব উপজেলার ৯ নম্বর বুড়িরচর ইউনিয়নের গুল্লাখালী গ্রামের মৃত আবদুল ছোবহানের ছেলে।   

স্থানীয়রা জানান, আবদুল মোতালেব রোববার উপজেলার হাতিয়া পৌরসভার চৌমুহনী বাজারে সারারাত ওয়াজ শুনেন। সোমবার সকালে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। চৌমুহনী-চরছেঙ্গা সড়কে পৌঁছলে তিনি অটোরিকশা থেকে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশা ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”   

Link copied!