• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

গরু চুরির পর মাংস ভাগ করে নিল দুর্বৃত্তরা


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৩, ০৬:০৪ পিএম
গরু চুরির পর মাংস ভাগ করে নিল দুর্বৃত্তরা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় মশিউর রহমান মহসিনের বাড়ি থেকে গরু চুরির পর ভুট্টা ক্ষেতে জবাই করে মাংস ভাগ করে নিয়েছে দুর্বৃত্তরা। তবে ভুট্টা ক্ষেতে গরুর চামড়া রেখে গেছেন তারা।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার নবীনগর মাস্টারপাড়া এলাকায় ভুট্টা তুলতে গিয়ে শ্রমিকরা গরুর চামড়া দেখতে পান।

এর আগে, বুধবার (২৬ এপ্রিল) রাতে এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে মশিউর রহমান মহসিনের বাড়ি থেকে লোহার শিকল কেটে প্রায় লাখ টাকার একটি গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে শুক্রবার পাটগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ করেন গরুর মালিক মহসিন। শনিবার দুপুরে ভুট্টা ক্ষেতে ভুট্টা তুলতে গিয়ে কিছু শ্রমিক গরুর চামড়া ও  রক্ত দেখতে পান। পরে মশিউর রহমানকে খবর দিলে তিনি গরুর চামড়া দেখে নিজের গরু বলে শনাক্ত করেন।

ইউপি সদস্য আনারুল ইসলাম বলেন, “বিষয়টি শুনে ঘটনাস্থলে গিয়েছি। গরু চুরির পর জবাই করে মাংস নিয়ে যাওয়ার বিষয়টি দুঃখজনক “

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযোগ পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” 

Link copied!