• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ফ্যানের সঙ্গে ঝুলছিল প্রবাসীর মরদেহ


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩, ০৫:২৫ পিএম
ফ্যানের সঙ্গে ঝুলছিল প্রবাসীর মরদেহ

নোয়াখালীর বেগমগঞ্জে ফিরোজ আলম (৪৭) নামের এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এর আগে, শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফিরোজ আলম ওই এলাকার আব্দুল কাদেরের ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন সন্তানের জনক ফিরোজ আলম দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। দুই মাস আগে তিনি দেশে ফেরেন। পারিবারিক কলহের জেরে স্ত্রীর ওপর অভিমান করে শনিবার সন্ধ্যার ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে নিহতের পরিবারের দাবি, ফিরোজ দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন। হতাশা থেকে তিনি আত্মহত্যা করতে পারেন।    

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে।

Link copied!