• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

তুচ্ছ ঘটনায় সন্ত্রাসী হামলা, গ্রেপ্তার ১


কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২২, ০৪:২১ পিএম
তুচ্ছ ঘটনায় সন্ত্রাসী হামলা, গ্রেপ্তার ১

ঢাকার কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের বলসতা এলাকায় তুচ্ছ ঘটনার জেরে আজিম বেপারীর পরিবারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মো. রিয়াজ বেপারী কেশা (৩৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-অর রশিদ।

এ বিষয়ে ভুক্তভোগী আজিম বেপারী বলেন, “আমাদের পিটকিল গাছে মৌমাছির চাক থেকে অভিযুক্তদের সঙ্গে আমরা যৌথভাবে মধু সংগ্রহ করে ভাগাভাগি করে নিতাম। কিন্তু ৯ নভেম্বর অভিযুক্ত রিয়াজ বেপারী মধুর চাক কাটার লোক নিয়ে আসেন। তখন মধু না পেয়ে দলবল নিয়ে আমাদের পরিবারের ওপর হামলা চালায়।”

আজিম বেপারী জানান, হামলায় গুরুতর আহত হন তিনি, তার স্ত্রী শারমিন বেগম (৫০) ও ছোট ছেলে আশিক বেপারী (২৫)। এ বিষয়ে গত সোমবার পাঁচজনকে আসামি করে একটি মামলা করা হয়।

ওসি মামুন-অর রশিদ বলেন, “এ ঘটনায় জড়িত প্রধান আসামি রিয়াজ বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।”

Link copied!