• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ০১ জ্বিলহজ্জ ১৪৪৬

যানজটের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে ছুরিকাঘাত


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: মে ২৬, ২০২৫, ০৬:১৭ পিএম
যানজটের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে ছুরিকাঘাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগরের সদস্যসচিব আল নূর আয়াসের ওপর হামলার ঘটনা ঘটেছে। 

সোমবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর পাটগুদাম ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নেত্রকোনার শ্যামগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে ময়মনসিংহ শহরে ফিরছিলেন আয়াস। বেলা সাড়ে ১১টার দিকে নগরীর পাটগুদাম ব্রিজ এলাকায় পৌঁছালে আয়াসকে বহনকারী গাড়িটি যানজটের কবলে পড়ে। এমতাবস্থায় তিনি গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলে অজ্ঞাতনামা কয়েকজন যুবক তার গলায় ছুরি ধরে বাসস্ট্যান্ডের পেছনে নিয়ে বেধড়ক মারধর করেন।

বৈষম্যবিরোধী আন্দোলন ময়মনসিংহ মহানগরের সদ্য বহিষ্কৃত সিনিয়র যুগ্ম-সদস্যসচিব বলেন, “আয়াসকে ধরে নেওয়ার সময় যুবকরা বলতে থাকেন, তুই বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করছিস। তোকে মেরে ফেলব। এসব বলতে বলতে আয়াসকে মারধরসহ ছুরিকাঘাত করা হয়। মাথায়ও আঘাত করা হয়েছে।”

আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আয়াস বলেন, “কয়েকদিন ধরে একটি পক্ষ আমাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। সকালে তারা আমাকে মারধরের পরে ছুরিকাঘাত করে। আমি মনে করি এটা পরিকল্পিত ঘটনা।”

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটির তদন্তও শুরু হয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।

Link copied!