• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫

স্কুলের সামনে ট্রাকচাপায় প্রাণ গেল শিক্ষার্থীর


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২, ২০২৩, ০৪:২৭ পিএম
স্কুলের সামনে ট্রাকচাপায় প্রাণ গেল শিক্ষার্থীর

যশোরের বেনাপোলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আনিকা (১৩) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

বুধবার (২ আগস্ট) সকাল ৯টার দিকে বেনাপোল চেকপোস্ট বড় আঁচড়া প্রাইমারি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আনিকা বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং বড় আঁচড়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আনিকা স্কুলে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল। এ সময় পণ্যবাহী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে নেওয়ার পর চিকিৎসক আনিকাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে এ ঘটনায় নিহত ওই শিক্ষার্থীর পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া সংবাদ প্রকাশকে বলেন, “সকালে একটি পণ্যবাহী ট্রাক ওই শিক্ষার্থীকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ট্রাকটি জব্দ করে চালককে আটক করেছে।”

Link copied!