• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

শার্শায় শিমের কেজি ২০০ টাকা


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৩, ১১:৩৪ এএম
শার্শায় শিমের কেজি ২০০ টাকা

যশোরের শার্শা উপজেলার বাজারে উঠেছে নতুন শিম। বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। তবে দাম বেশি হলেও অন্য সবজির থেকে শিমের চাহিদাও ব্যাপক বলে জানান ব্যবসায়ীরা।

শুক্রবার (২৫ আগস্ট) উপজেলার বিভিন্ন বাজারে বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বললে তারা এমন তথ্য জানান।

উপজেলার নিজামপুর কাঁচাবাজারের সবজি ক্রেতা মো. হাসান আলী বলেন, ‌“এই মৌসুমে বাজারে প্রথম দিন শিম দেখলাম দুই-তিনটা দোকানে। তবে দাম বেশি। প্রতি কেজি শিম বিক্রি করছে ২০০ টাকা দরে। যেহেতু অনেক দিন পর বাজারে এসেছে শিম, তাই ৫০০ গ্রাম কিনেছি।”

মো. সাইফুল ইসলাম শুকুর নামের আরেক ক্রেতা বলেন, “দীর্ঘদিন ধরেই আলু, পটোল, বেগুন, পুঁইশাক খেয়ে আসছি। আজ বাজারে এসে দেখি শিম উঠেছে। কিন্তু দাম তুলনামূলক বেশি। তাই নতুন পণ্যটি ২৫০ গ্রাম কিনলাম ৫০ টাকা দিয়ে।”

শিম বিক্রেতা মো. মিয়ারাজ বলেন, “এটা আগাম জাতের শিম। বেশি দামেই কিনতে হচ্ছে। তবে চাহিদা ভালো হওয়ায় বিক্রি করতে সমস্যা হচ্ছে না। আগামী কয়েক দিনের মধ্যে হয়তো দাম অনেকটা কমে আসবে।”

আলম আলী নামে আরেক বিক্রেতা বলেন, “বাজারে যে শিমগুলো আসছে এগুলো বাইরে থেকে আসছে এবং পাইকারি দরেই ১৬০ টাকা কেজিতে কিনে এনেছি। কোনো ক্রেতা ১ কেজি নিলে ১৭০-১৮০ টাকা কেজি, ৫০০ গ্রাম নিলে ১৮০ টাকা কেজি আর কোনো ক্রেতা যদি ২৫০ গ্রাম নেন, তাহলে ২০০ টাকা কেজি দরে বিক্রি করছি।”

Link copied!