• ঢাকা
  • বুধবার, ২৮ মে, ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ জ্বিলকদ ১৪৪৬

আগের মতো ভোট বিক্রি করলে নির্যাতন করবে, জুলুম করবে : হাসনাত


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: মে ২৭, ২০২৫, ০৭:৫২ পিএম
আগের মতো ভোট বিক্রি করলে নির্যাতন করবে, জুলুম করবে : হাসনাত

মার্কা নয় যোগ্যতা দেখে জনগণকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার পথসভায় তিনি এই কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “আগামী নির্বাচনে আপনারা যোগ্য নেতৃত্বকে ভোট দেবেন। যদি দেখেন এনসিপি থেকে যোগ্য নেতৃত্ব নাই, আপনাদের ভোট দেওয়ার প্রয়োজন নেই। মার্কা দেখে ভোট দেওয়ার প্রয়োজন নাই। যে সবার সেবা করবে, তাকে আপনারা ভোট দেবেন।”

তিনি বলেন, “আমাদেরকে সচেতন হতে হবে। নিজেরা যদি দুর্নীতি না করি তাহলে আমাদের নেতা কখনো দুর্নীতিবাজ হতে পারবে না। আর আগের মতো যদি ভোট বিক্রি করে দেই, তাহলে ৫ বছর আমাকে নির্যাতন করবে, জুলুম করবে, আমি মুখ ফুটে একটা কথা বলতে পারব না। সেজন্য আমাদেরকে আগে সচেতন হতে হবে।”

হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমাদের দুর্নীতিবিরোধী অভিযান শুরু হবে আমাদের পরিবার থেকে। আমার বাবার ইনকামের স্বচ্ছতা আছে কিনা সেই প্রশ্ন করার সৎ সাহস থাকতে হবে। আপনার বাবার বেতন ৪০ হাজার টাকা। বাসা ভাড়া দিচ্ছে ২৫ হাজার টাকা, আপনাকে আইফোন কিনে দিচ্ছে দেড় লাখ টাকার। আপনার বাবার ইনকামকে যদি প্রশ্ন করতে না পারেন, তাহলে আপনার যথাযথ শিক্ষা এখনো পর্যন্ত হচ্ছে না।”

এসময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেনও উপস্থিত ছিলেন।

Link copied!