সাভারে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রওনক মৃধা (১১) নামের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি জানানো হয়। গত কয়েকমাস ধরে সাভারে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেলেও এই প্রথম কোনো মৃত্যু হলো।
এর আগে বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রওনক আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের শিমুলতলা এলাকার মহসিন মৃধার মেয়ে। সে স্থানীয় সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যাণ্ড কলেজের পঞ্চম শ্রণির শিক্ষার্থী ছিল।
সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ ইনচার্জ নাছির উদ্দিন জানান, গত ২৮ আগস্ট আইসিইউতে রওনক নামের ডেঙ্গু আক্রান্ত এক শিশুকে ভর্তি করা হয়। সে ১৪ নম্বর বেডে চিকিৎসাধীন ছিল। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে তার মৃত্যু হয়।