• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

৫০০ টাকা কেজি দরে শিয়ালের মাংস বিক্রি


চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৭:২৬ পিএম
৫০০ টাকা কেজি দরে শিয়ালের মাংস বিক্রি
প্রতীকী ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জে শিয়ালের মাংস বিক্রির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গল্লাক বাজারে মঙ্গলবার বিকেলে গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রামের খলিল ও তার সহোদর মাছবাজার সংলগ্ন এলাকয় শিয়ালের মাংস বিক্রি করেন। তারা শিয়ালের মাংসের নানা উপকারিতার কথা উল্লেখ করে মানুষকে মাংস কিনতে উদ্বুদ্ধ করেন। অনেকেই প্রতি কেজি ৫০০ টাকা দরে মাংস কিনে নেন।

অভিযুক্ত খলিল জানান, মঙ্গলবার দুপুরে শিয়ালটি জালে আটকা পড়ে। পরে শিয়ালকে জবাই করে মাথা, চামড়া ও মাংসকে সাজিয়ে খোলা বাজারে বিক্রি করা হয়।

এ ঘটনায় ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া বলেন, বন্যপ্রাণী জবাই করে মাংস বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। তদন্ত সাপেক্ষে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!