• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

সেনা কর্মকর্তা তানজিন হত্যার অন্যতম আসামি সাদেক গ্রেপ্তার


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০১:১০ পিএম
সেনা কর্মকর্তা তানজিন হত্যার অন্যতম আসামি সাদেক গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন হত্যাকাণ্ডের অন্যতম আসামি মো. সাদেককে (৩১) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম।

এর আগে বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত সোয়া ২টার দিকে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশের একটি যৌথ দল জেলার চকরিয়া উপজেলাধীন ফাঁসিয়াখালি গাবতলী বাজারসংলগ্ন এলাকা থেকে সাদেককে গ্রেপ্তার করা হয়।

সাদেক কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন ফাঁসিয়াখালী এলাকার বাসিন্দা খাইরুজ্জামানের ছেলে।

র‌্যাব কর্মকর্তা শামীম জানান, সেনা কর্মকর্তা লে. তানজিম হত্যাকাণ্ডের পর থেকে সাদেক একের পর এক নিজের অবস্থানস্থল বদলাতে থাকেন। নিজেকে ধরাছোঁয়ার বাইরে রাখার সব চেষ্টাই করেন তিনি। কিন্তু বুধবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থানস্থল ঘিরে ফেললে পালানোর চেষ্টা করেন। এ সময় যৌথ বাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

Link copied!