• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

সাবেক এমপির চাচাতো ভাইয়ের বাড়িতে ডাকাতি


সাভার প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৩, ০৮:৪৪ পিএম
সাবেক এমপির চাচাতো ভাইয়ের বাড়িতে ডাকাতি

সাভারের আশুলিয়ায় সাবেক এমপি তৌহিদ জং মুরাদের চাচাতো ভাই ওবাইদুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা লাইসেন্সকৃত একটি পিস্তল, স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার (২৫ অক্টোবর) গভীর রাতে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় এঘটনা ঘটে।

ওবাইদুল ইসলাম বলেন, “গভীর রাতে হঠাৎ ৭/৮ জন অস্ত্রধারী আমার বাসায় প্রবেশ করে। বাসার লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে আমার লাইসেন্সকৃত একটি পিস্তল নিয়ে নেয় ডাকাতরা। এসময় বাসায় থাকা টাকা ও স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

এবিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহিল কাফী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনার তদন্ত শুরু করা হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Link copied!