• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

মেয়ের কোলে চড়ে ভোট দিলেন রিজিয়া


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: জুন ১২, ২০২৩, ০১:৪৭ পিএম
মেয়ের কোলে চড়ে ভোট দিলেন রিজিয়া

বরিশাল সিটি করপোরেশনের অমৃত লাল দে মহাবিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন ৭১ বছর বয়সী রিজিয়া বেগম। বয়সের ভারে চলাচল করতে না পারায় তিনি মেয়ের কোলে চড়েই ভোটকক্ষে গিয়ে ভোট দেন।

সোমবার (১২ জুন) সকাল ৮টায় বরিশাল সিটিতে ভোট গ্রহণ শুরু হয়।

রিজিয়া বরিশাল সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের আদি শ্মশান এলাকার বাসিন্দা।

তার ভোটকক্ষ পড়েছে অমৃত লাল দে মহাবিদ্যালয় কেন্দ্রের দ্বিতীয় তলার ৬ নম্বর নারী ভোটকক্ষে। তিনি হাঁটতে না পারায় মেয়ে মালা বেগম তাকে কোলে করে ভোট কেন্দ্রে নিয়ে আসেন এবং ভবনের সিঁড়ি ভেঙে দ্বিতীয় তলার ভোটকক্ষের ভেতরে নিয়ে যান। পরে কর্মকর্তাদের সহযোগিতায় মা ও মেয়ে দুজনই ভোট দেন।

এ সময় মালা বেগম গণমাধ্যমকে বলেন, “মায়ের বয়স হয়ে গেছে। তার পক্ষে সিঁড়ি দিয়ে ওঠা সম্ভব হয় না। তারপরও যখন মা ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেন, তখন কষ্ট হলেও তাকে তিনি ভোট দিতে আসি। মা বয়স্ক হওয়ায় কর্মকর্তারা তাকে ভোট প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেন। তাকে কর্মকর্তারা সর্বাত্মক সহায়তা করেন।”

এবার বরিশাল সিটি নির্বাচনে ১২৬টি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে।

 

Link copied!