• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

ছবি এঁকে নদী দখল, দূষণের প্রতিবাদ


হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৩, ০৯:৫০ এএম
ছবি এঁকে নদী দখল, দূষণের প্রতিবাদ

ছবি আঁকা কর্মসূচির মধ্য দিয়ে নদী দখল ও দূষণের প্রতিবাদ জানানো হয়েছে হবিগঞ্জে।

সোমবার (১৩ মার্চ) জেলা শহরের টাউন হল প্রাঙ্গণে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এ কর্মসূচির আয়োজন করে।

গণমাধ্যম বরাতে জানা যায়, বাপা হবিগঞ্জের সভাপতি ইকরামুল অধ্যাপক ওয়াদুদ অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে হবিগঞ্জের খোয়াই ও সুতাংসহ হবিগঞ্জের সব নদী দখল-দূষণ বন্ধের দাবিতে ছবি এঁকে প্রতিবাদ করা হয়।

এতে বক্তারা বলেন, হবিগঞ্জে ১৯৭১ সালেও নদীর সংখ্যা ছিল ৫৫, বেদখলসহ নানাভাবে অস্তিত্ব বিলোপ হয়ে বর্তমানে সে সংখ্যা অর্ধেকে নেমে এসেছে।   হবিগঞ্জের নদীগুলো চরম সংকটাপন্ন অবস্থায় পতিত হয়েছে। দখল-দূষণসহ নানাবিধ অত্যাচারে নদীগুলো অস্তিত্ব হারাতে বসেছে। নদী হচ্ছে একটি জাতির সভ্যতা ও অস্তিত্বের অংশ। তাই শিগগির নদীগুলো রক্ষার উদ্যোগ নিতে হবে।

Link copied!