• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করায় রিকশাচালককে কুপিয়ে হত্যা


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৩, ১০:১৫ এএম
উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করায় রিকশাচালককে কুপিয়ে হত্যা

শেরপুরে গভীর রাতে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করায় মোহাম্মদ আলী (৫৫) নামের এক রিকশাচালককে কুপিয়ে হত্যা করেছে একদল বখাটে যুবক।

বুধবার (২ আগস্ট) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ১ আগস্ট ভোরে পৌর শহরের পশ্চিম শেরীপাড়া এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।

দুই সন্তানের জনক নিহত মোহাম্মদ আলী ওই এলাকার মৃত আশ্রাফ আলীর ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী সদর থানায় একটি হত্যা মামলা করেছেন।

মামলার আসামিরা হলেন স্থানীয় মোতালেবের ছেলে কবির (৫৫), কবিরের ছেলে রাজীব (৩৩) ও রাজন (২২), বাবুল মোল্লার ছেলে সোহান (২৮), মোজাম্মেলের ছেলে রবিউল করিম (৩২)।

স্থানীয় একাধিক সূত্র জানায়, মোহাম্মদ আলীর বসত ঘরের পাশে একদল যুবক উচ্চ শব্দে সাউন্ড বক্সে গান বাজাচ্ছিলেন। এ সময় তাদের গভীর রাতে উচ্চ শব্দে সাউন্ড বক্সে গান বাজাতে নিষেধ করেন মোহাম্মদ আলী। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মোহাম্মদ আলীর ওপর হামলা করেন তারা। গুরুতর আহত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মমেক হাসপাতালে রেফার করেন। পরে বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বসির আহম্মেদ বাদল জানান, ওই ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে নিহতের স্ত্রী হত্যা মামলা করেছেন। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Link copied!