নাটোরের গুরুদাসপুরে চালকলের ফিতায় জড়িয়ে রমজান আলী (৪২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার বিন্যাবাড়ি হাজীর বাজার এলাকার মুছাইক রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে।
রমজান আলী উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর বীরবাজার এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন।
স্থানীয়দের বরাত দিয়ে আব্দুল মতিন জানান, রমজান আলী দীর্ঘদিন ধরে নাচিম উদ্দিনের চালকলে ধান ভাঙানোর কাজ করছিলেন। শনিবার সকালে চালকলের চলন্ত ফিতায় আঠা লাগাতে গিয়ে অসাবধানতাবশত হাত আটকে যায়। এ সময় তার পুরো শরীর ফিতাতে আটকে গেলে বিভিন্ন অংশ কেটে পড়ে যায়। পরে স্থানীয়রা মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে।