• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

থানচিতে জঙ্গিদের সঙ্গে র‍্যাবের গুলি বিনিময় চলছে


বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩, ১১:৪১ এএম
থানচিতে জঙ্গিদের সঙ্গে র‍্যাবের গুলি বিনিময় চলছে

বান্দরবানের থানচিতে র‍্যাবের সঙ্গে জঙ্গি ও একটি পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের গুলি বিনিময় চলছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভোর থেকে থানচির রেমাক্রি এলাকায় এ অবস্থা চলছে বলে র‍্যাবের মিডিয়া উইং থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় বলা হয়, বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ব্রিজসংলগ্ন এলাকায় ভোর থেকে জঙ্গি ও পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে র‍্যাবের গুলি বিনিময় চলছে।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, জঙ্গিসংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্য এবং পাহাড়ি সন্ত্রাসীদের অবস্থান নিশ্চিত হয় র‌্যাব। পরে ভোর পাঁচটর দিকে অভিযানের প্রস্তুতি নেওয়া হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গি ও সন্ত্রাসীরা গুলি ছোড়ে। র‍্যাবও পাল্টা গুলি চালায়। থেমে থেমে গোলাগুলি চলছে।

এর আগে ২৩ জানুয়ারি কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পাশে জঙ্গিদের সঙ্গে র‍্যাবের গোলাগুলির ঘটনা ঘটে। ওই সময় জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর এবং তার সহযোগী বোমাবিশেষজ্ঞ বাশারকে গ্রেপ্তার করা হয়। পরে সেখান থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব।

Link copied!