• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

র‌্যাবের পিকআপ ফলের দোকানে, আহত ৬


কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৩, ০২:৩২ পিএম
র‌্যাবের পিকআপ ফলের দোকানে, আহত ৬

কিশোরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে র‌্যাবের একটি পিকআপভ্যান ফলের দোকানে ঢুকে পড়েছে। এতে র‌্যাবের চার সদস্যসহ ছয়জন আহত হন। 

মঙ্গলবার (১৫ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ স্টেশন রোডে এ দুর্ঘটনা ঘটে।

আহত চার র‌্যাব সদস্য হলেন রায়হান (৩০), আনোয়ার (৪০), ইমতিয়াজ (৪৫) ও বিল্লাল (৩৮)। আহতদের মধ্যে মাদক মামলার দুই আসামিও রয়েছেন।  

প্রত্যক্ষদর্শী ও র‌্যাব জানায়, পিকআপটি নেত্রকোনা থেকে মাদক মামলার দুই আসামি নিয়ে র‌্যাব সিপিসি-২ এর কার্যালয়ে যাচ্ছিল। কিশোরগঞ্জের স্টেশন রোডে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ফলের দোকানে ঢুকে পড়ে। এতে র‌্যাবের চার সদস্য ও দুই আসামি আহত হন। আহতদের মধ্যে তিনজনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত দুই আসামিসহ তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় স্থানান্তর করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

র‌্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন, ওই টহল পিকআপভ্যানে ছয়জন র্যাব সদস্য ছিলেন। আহত কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Link copied!