আরশের সঙ্গে ‘রোমান্টিক মুডে’ সুনেরাহ, নেপথ্যে কী?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৬:৩১ পিএম
আরশের সঙ্গে ‘রোমান্টিক মুডে’ সুনেরাহ, নেপথ্যে কী?

অভিনেতা ইরফান সাজ্জাদ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সুনেরাহ বিনতে কামাল–এর একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, এক যুবকের সঙ্গে রোমান্টিক মুডে হাস্যোজ্জ্বল সুনেরাহ। তবে কৌতূহল বাড়িয়ে দিয়ে ছবির ওই যুবকের মুখ ইমুজি দিয়ে ঢেকে দেন ইরফান। আর তাতেই শুরু হয় জল্পনা—নেটিজেনরা নানারকম মন্তব্য করতে থাকেন।

রহস্য খানিকটা খোলাসা হয়, যখন সুনেরাহ নিজেই ছবিটি নিজের ফেসবুকে শেয়ার করেন। সেখানে স্পষ্ট দেখা যায়, ছবির ছেলেটি আর কেউ নন—অভিনেতা আরশ খান। 

ছবি প্রকাশের পরপরই ভক্ত ও সহকর্মীদের মন্তব্যে ভরে ওঠে পোস্টটি। কেউ অভিনন্দন জানান, কেউ শুভকামনা প্রকাশ করেন, আবার কেউ কেউ লেখেন—‘নাটকের দৃশ্য’।

একটি ছবি ঘিরেই শুরু হয় নানা ব্যাখ্যা ও গুঞ্জন। বিষয়টি নিয়ে খানিকটা বিস্ময় প্রকাশ করেছেন সুনেরাহ নিজেই। তিনি বলেন, “ছবিটা আমি হঠাৎই পোস্ট করেছি। কেন সবাই অভিনন্দন জানাচ্ছেন, সেটাই আমি ঠিক বুঝতে পারছি না।”

পরে পুরো বিষয়টি পরিষ্কার করে অভিনেত্রী জানান, “বেশ কিছুদিন আগে আমরা থাইল্যান্ডে গিয়েছিলাম। সেখানে একসঙ্গে ছয়টি নাটকের শুটিং করেছি। সব নাটকেই আমার সহশিল্পী ছিলেন আরশ খান। শুটিংয়ের ফাঁকে সাধারণত ছবি তোলা হয় না। একটি দৃশ্যধারণের সময় এই ছবিটি তোলা হয়েছিল।

ছবিটা আমার খুব ভালো লেগেছিল, তাই ফেসবুকে পোস্ট করি। এরপর কে কী লিখছেন বা বলছেন—সেসব আমি জানি না। আমি পুরোপুরি শুটিং নিয়েই ব্যস্ত।”

জানা গেছে, এই মুহূর্তে সুনেরাহ রয়েছেন নেপালে। সেখানে তিনি নতুন একটি প্রজেক্টের শুটিং করছেন, যার পরিচালক তানিম রহমান অংশু। আজ শুটিং শেষ করে দেশে ফেরার কথা রয়েছে অভিনেত্রীর।

Link copied!