কণ্ঠশিল্পী আসিফ আকবরের ছেলে শাফকাত আসিফ রণ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিন বছর আগে। এবার ছোট ছেলেও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিষয়টি গায়ক নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন।
এক ফেসবুক পোস্টে আসিফ লিখেছেন, ‘আমাদের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র আজ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে।
জনাব বাদল শাহরিয়ারের মেয়ে লামিয়া তানজিম শ্রেয়সী এখন আমাদের বৌমা। এবার আত্মীয়তা ব্রাহ্মণবাড়িয়ায়।’
সবার কাছে দোয়া চেয়ে আসিফ বলেন, ‘রুদ্র এবং শ্রেয়সী নতুন জীবনে পদার্পণ করেছে। তাদের দাম্পত্য জীবন সুখী এবং সুন্দর হোক। আপনাদের কাছে আমার ছেলে এবং বৌমার জন্য দোয়া চাই।’
বড় ছেলে এই বিয়েতে উপস্থিত হতে পারেনি জানিয়ে আসিফ বলেন, ‘আমার বড় ছেলে শাফকাত আসিফ রণ কানাডার টরন্টোতে একটি ব্যাংকে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে, ছুটি মেলেনি। টরন্টোতেই বড় বৌমা ইসমাত শেহরীন ঈশিতার পরীক্ষা থাকায় তারা বিয়েতে অনুপস্থিত। তাদের খুব মিস করছি, আর এটাই জীবন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।’


































