• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০২:৩৪ পিএম
ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সারা দেশে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর গুলশানে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন  শিক্ষার্থীরা।

পূর্বঘোষিত কর্মসূচি পালনের লক্ষে সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় বেলা ১২টার দিকে রাজধানীর গুলশানে মার্কিন দূতাবাস এলাকায় মিছিল বের করেন একদল তরুণ। মার্কিন দূতাবাসের সামনে মহাসড়কে অবস্থান নেন তারা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিছিলটির সামনে ছিলেন পুলিশ সদস্যরা।

এছাড়াও রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা সকাল থেকে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। কর্মসূচিতে তারা ফিলিস্তিনের পক্ষে নানা স্লোগানও দিচ্ছেন।

শিক্ষার্থীরা জানান, ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় নির্মমভাবে মানুষকে হত্যা করছে। তাদের এই হত্যাযজ্ঞ দেখে বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী ক্ষুব্ধ ও ব্যথিত। তারা চান দ্রুত যেন বিশ্ববাসী এ গণহত্যা বন্ধ করে।

বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে শক্তভাবে অবস্থান নিতে হবে। মুসলিম দেশগুলোকে একত্র হয়ে এই গণহত্যার প্রতিবাদে সামিল হতে হবে। যেসব দেশ ইসরায়েলের হামলায় সহায়তা করছে তাদের বয়কটেরও আহ্বান জানান শিক্ষার্থীরা।

ইসরায়েলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি উঠে আসে শিক্ষার্থীদের স্লোগানে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মানববন্ধনে দেশের সকলকে একাত্বতা প্রকাশ করার আহ্বান জানিয়ে বিইউপি শিক্ষার্থীরা বলেন, শুধু মুসলমান নয়, এই প্রতিবাদ যেন হয় সর্বস্তরের জনগণের। একইসঙ্গে ইসরায়েলি পণ্য বয়কট করার দাবি জানান তারা।

উল্লেখ্য, ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।

Link copied!