দ্বিতীয় দফায় বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন বরগুনায় বেশ ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। শঙ্কা থাকলেও জীবনের তাগিদে দিনভর রাস্তায় বের হয়েছিলেন স্থানীয়রা। তবে জেলার আমতলীতে পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ পালন করেন বিএনপি-জামাতের নেতাকর্মীরা।
রোববার (৫ নভেম্বর) সন্ধ্যায় আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাকাওয়াত হোসেন তপু বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, উপজেলার আমতলীর তুলাতলা নামক স্থানে বিকেলে তারা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ কমসূচি পালন করেন। এ সময় সড়কে সাময়িক যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে অবরোধকারীরা সড়ক ছেড়ে চলে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অপরিচিত কিছু লোকজন এসে সড়কের মাঝে টায়ারে আগুন ধরিয়ে তারা পালিয়ে যায়। আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলেন। এর কিছুক্ষণ পরই পুলিশ আসে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাকাওয়াত হোসেন তপু বলেন, “সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধকারীরা যান চলাচল বিঘ্ন করার চেষ্টা চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অবরোধকারীরা সড়ক ছেড়ে পালিয়ে যায়। অবরোধকারীদের শনাক্ত করতে আমাদের অভিযান অব্যাহত আছে।”