• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬
দুই দলের সমাবেশ

আমিনবাজারে যানবাহনে তল্লাশি করছে পুলিশ


সাভার প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৩, ০৭:৫২ পিএম
আমিনবাজারে যানবাহনে তল্লাশি করছে পুলিশ

রাজধানী ঢাকার প্রবেশমুখ আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ। একই দিনে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে এই চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সামনে চেকপোস্ট ও যানবাহনে তল্লাশি করতে দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, আমিনবাজারে সকাল থেকেই বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি ছিল। এসময় পুলিশ সদস্যরা বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও ব্যাগ তল্লাশি করেন। এছাড়া ঢাকাগামী দূরপাল্লার বিভিন্ন যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের প্রতি বিশেষ নজর রাখছে পুলিশ।

এবিষয়ে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শহিদুল ইসলাম জানান, ২৮ তারিখে যেহেতু রাজধানীতে দুটি রাজনৈতিক দলের সমাবেশ রয়েছে। তাই কেউ যেন ঢাকায় প্রবেশ করে কোনো নাশকতা কিংবা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেটি নিশ্চিত করতেই পুলিশের এই কার্যক্রম চলছে।

Link copied!