• ঢাকা
  • শনিবার, ১১ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ২ জ্বিলকদ ১৪৪৫

পর্যটকদের নিরাপদ আশ্রয়ে যেতে পুলিশের মাইকিং


পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৩, ০২:৫৯ পিএম
পর্যটকদের নিরাপদ আশ্রয়ে যেতে পুলিশের মাইকিং

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে পটুয়াখালীতে ৭ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে। এ অবস্থায় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কুয়াকাটা সৈকত থেকে পর্যটকদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে মাইকিং করছে ট্যুরিস্ট পুলিশ। একই সঙ্গে পর্যটকসহ সবাইকে সমুদ্রের পানিতে না নামার জন্য চলছে কঠোর নজরদারি।

শুক্রবার (১৭ নভেম্বর) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কুয়াকাটায় কিছু সংখ্যক পর্যটক রয়েছেন। বৈরী ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও যেসব পর্যটক এ মুহূর্তে কুয়াকাটায় রয়েছেন, তাদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে কাজ চলছে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ।

কুয়াকাটা সৈকতে বেড়াতে আসা এক পর্যটক বলেন, বৈরী আবহাওয়া দেখেই গোসল করতে নামতে চেয়েছিলাম। কিন্তু ট্যুরিস্ট পুলিশ জানালো ৭ নম্বর বিপদ সংকেত চলছে। তাই গোসল না করেই হোটেলে ফিরে যাচ্ছি।

এ বিষয় ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, বর্তমানে আবহাওয়া খুবই খারাপ রয়েছে। এর মধ্যে আমরা পর্যটকদের নিরাপত্তাজনিত কারণে সৈকত থেকে চলে যেতে বলছি। এ মুহূর্তে হোটেল থেকে বের না হওয়ার জন্যও তাদের অনুরোধ করা হয়েছে। আমাদের কাছে পর্যটকদের নিরাপত্তা সবার আগে।

Link copied!