• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

সরকার নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রি না করায় জরিমানা


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৩, ০৯:১২ পিএম
সরকার নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রি না করায় জরিমানা

ফরিদপুরে বোয়ালমারীতে সরকার নির্ধারিত পেঁয়াজের দাম পর্যবেক্ষণে বিশেষ অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ময়েনদিয়া পেঁয়াজ বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সরকার নির্ধারিত দামে পেঁয়াজ ক্রয়-বিক্রয় না করা এবং পাকা রশিদ ও মূল্য তালিকা হালনাগাদ না থাকায় মেসার্স শাহাদাৎ বাণিজ্যালয়, সোহাগ ট্রেডার্স ও মেসার্স আরমান বাণিজ্যালয়কে ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ফরিদপুর এএসআইয়ের ফিল্ড অফিসার প্রলয় কুমার সরকার, বোয়ালমারী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা অভিজিৎ বিশ্বাস, উপজেলা ক্যাবের সভাপতি মুহাব্বত জান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

অভিযানকালে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় পেঁয়াজ ক্রয়-বিক্রয় ও ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ ও মূল্য তালিকা হালনাগাদ না থাকায় জরিমানা করা হয়েছে। এ বিষয়ে ব্যবসায়ীদের বিশেষভাবে সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে। ভোক্তা অধিকারের অভিযান চলাকালীন বিভিন্ন আড়তদাররা সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের থেকে পেঁয়াজ ক্রয় করে। কৃষকদের কাছ থেকে প্রকারভেদে ১ হাজার ৯০০ থেকে ২ হাজার ২০০ টাকা পর্যন্ত পেঁয়াজ ক্রয় করতে দেখা গেছে।

Link copied!