• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

ভুয়া চিকিৎসককে লাখ টাকা জরিমানা


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৩, ০৫:০২ পিএম
ভুয়া চিকিৎসককে লাখ টাকা জরিমানা

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় আব্দুর রহমান (২৪) নামের এক ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার আমিশা ইউনিয়নের ঈদগাঁ আমিন বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন।

এ সময় আব্দুর রহমান নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখছিলেন। পরে তার কাছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সনদ চাওয়া হলে দেখাতে ব্যর্থ হয়।

আব্দুর রহমান (২৪) উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আইছপাড়া এলাকার তাজুল ইসলামের ছেলে।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন জানান, চিকিৎসক না হয়েও রোগী দেখছেন এমন খবর পেয়ে অভিযান চালানো হয়।  
এ সময় অভিযোগের সত্যতা পেয়ে ভুয়া চিকিৎসক আব্দুর রহমানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভব্যিষতে এ ধরনের কাজ না করার জন্য সতর্ক করা হয়।  

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিকুর রহমান ও সোনাইমুড়ী থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।  

Link copied!