• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

পদ্মার চরে গ্রাম-বাংলার ঘুড়ি উৎসব


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৪, ০৯:৩৬ পিএম
পদ্মার চরে গ্রাম-বাংলার ঘুড়ি উৎসব

‘চলো হারাই শৈশবে’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে অনুষ্ঠিত হয়ে গেল আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে জেলা সদরের পদ্মাপাড়ের ধলার মোড়ে এ উৎসবের উদ্বোধন করা হয়। ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান মোল্যা ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন।

ঘুড়ি উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল, টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর দেবাশীষ দাস, পেপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. কামরুজ্জামান প্রমুখ।

ফরিদপুর সিটি অর্গানাইজেশনের আয়োজনে ও পেপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশের সহায়তায় পদ্মারপাড়ের ধলার মোড়ে এ ঘুড়ি উৎসব উপভোগ করেন হাজার হাজার মানুষ।

এ সময় শতাধিক প্রতিযোগী বিভিন্ন আকার, আকৃতি ও রং-বেরঙের ঘুড়ি নিয়ে অংশ নেন উৎসবে। নানা আকৃতির ঘুড়ির মধ্যে ছিল মাছ, সাপ, ঈগল, প্রজাপতি, লেজযুক্ত ঘুড়ি প্রভৃতি।

ঘুড়ি উৎসব শেষে বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে ২৪ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি, দ্বিতীয় পুরস্কার মাইক্রো ওভেন এবং তৃতীয় পুরস্কার  গ্যাসের চুলা প্রদান করা হয়।

Link copied!