• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫

পরীক্ষার্থীদের ওপর খুলে পড়ল চলন্ত ফ্যান, আহত ৩


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মে ৭, ২০২৩, ০৬:৫১ পিএম
পরীক্ষার্থীদের ওপর খুলে পড়ল চলন্ত ফ্যান, আহত ৩

সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার একটি কেন্দ্রে পরীক্ষার্থীদের ওপর খুলে পড়েছে চলন্ত ফ্যান। এতে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তারা পরীক্ষায় অংশ নেন।

রোববার (৭ মে) সকালে শহরের হাজী আহমাদ আলী আলিয়া কামিল মাদরাসায় এ ঘটনা ঘটে।

আহতরা সবাই সদর উপজেলার চিলগাছা দাখিল মাদরাসার শিক্ষার্থী।

পরীক্ষা কেন্দ্রের সচিব ও আলোকদিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মডেল মাদরাসার অধ্যক্ষ দুলাল হোসেন বলেন, “পরীক্ষা শুরুর ২০ মিনিট আগে কেন্দ্রের ৬ নম্বর কক্ষের একটি ফ্যান খুলে পড়ে। এতে তিন শিক্ষার্থী আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে শিক্ষার্থীরা সুস্থভাবেই পরীক্ষা দিয়েছেন।”

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোনায়েম বলেন, “তিন বছর আগে ফ্যানটি লাগানো হয়েছিল। চলন্ত অবস্থায় হঠাৎ ফ্যানটি খুলে পড়ে যায়। এতে তিন শিক্ষার্থী সামান্য আহত হয়েছেন।”

পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এস.এম মনিরুজ্জামান বলেন, “তিনজন শিক্ষার্থীর মধ্যে একজনের ডান হাতে, একজনের গালে ও আরেকজনের মাথায় হালকা আঘাত লেগেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সবাই পরীক্ষা দিয়েছেন।”

Link copied!