• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ২ জ্বিলকদ ১৪৪৬

খুলনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৮


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৩, ০৪:৩৯ পিএম
খুলনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৮

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) চিকিৎসাধীন অবস্থায় আরও এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এই হাসপাতালে দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

এর আগে গত ১৮ জুলাই এই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়।

খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সুহাষ রঞ্জন হালদার জানান, শনিবার (২২ জুলাই) রাতে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মো. বারেকের স্ত্রী শেফালী বেগম (৫৫) ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। রোববার (২৩ জুলাই) সকালে তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, এই হাসপাতালে আজ (রোববার) ৫৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন। চলতি বছরে হাসপাতালে সর্বমোট ২২০ জন রোগী চিকিৎসা নিয়েছেন।

Link copied!