• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৬

সাতক্ষীরায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৩, ০৩:৫৫ পিএম
সাতক্ষীরায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জাহিদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২১ আগস্ট) রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন আরও ৮ জন।

জাহিদুল ইসলাম আশাশুনি উপজেলার বকচরা গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে।

জেলার সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা.জয়ন্ত কুমার সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “ডেঙ্গু আক্রান্ত হয়ে জাহিদুল সোমবার বিকেলে হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।”

এদিকে, গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে আরও ৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯২। এর মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন ও অন্যান্য হাসপাতালে ৩৪ জন ভর্তি রয়েছেন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩২ জন।

Link copied!