• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২, ১২ মুহররম ১৪৪৬

ডিজে পার্টির নামে অশ্লীল নাচ, ২৫ নারী-পুরুষ আটক


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৪:১০ পিএম
ডিজে পার্টির নামে অশ্লীল নাচ, ২৫ নারী-পুরুষ আটক

চট্টগ্রামে ডিজে পার্টির নামে অশ্লীল নাচ-গান চলাকালে পুলিশ অভিযান চালিয়ে ২৫ নারী-পুরুষকে আটক করেছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে নগরীর ষোলশহর দুই নাম্বার গেট এলাকার ইয়াকুব ট্রেড সেন্টারে পাঁচলাইশ থানা পুলিশ এ অভিযান চালায়। এসময় জব্দ করা হয়েছে ৭০টি ক্যান ও বিয়ার।

পুলিশ জানায়, মঞ্জু নামের এক ব্যক্তি পঞ্চাশ হাজার টাকায় ফ্লোরটি ভাড়া নিয়ে ডিজে পার্টির আয়োজন করে। বিপুল সংখ্যক তরুণ-তরুণী মদসহ ডিজে পার্টির আয়োজন করেছে এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায় পুলিশ।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, প্রশাসনে অনুমতি না নিয়ে একটি আবাসিক ভবনে ডিজে পার্টির নামে অশ্লীল নাচ-গান ও মদের আসর বসায় একটি চক্র। প্রতিজন দেড় হাজার টাকায় টিকেট করে ওই ডিজে পার্টিতে যোগ দেয়। পাঁচলাইশ থানা পুলিশ ভবনটির ছয় তলার ওই ফ্লোরে অভিযান চালিয়ে তাদের আটক করে।

Link copied!