দুই বছরের সাজা এড়াতে নয় বছর ধরে পালিয়ে শেষ রক্ষা হলো না মফিজের। অবশেষে পুলিশের জালে ধরা পড়তে হলো তাকে।
স্ত্রীর করা যৌতুক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার মফিজ শেখ। সাজার রায় ঘোষণার পর থেকে নয় বছর পলাতক ছিলেন তিনি। শুক্রবার (১৯ মে) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কাশিয়ানি থানা পুলিশ।
মফিজ শেখ উপজেলা রাজপাট ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মৃত করম আলির শেখের ছেলে।
কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৩ মফিজের বিরুদ্ধে তার স্ত্রী যৌতুকের অভিযোগ এনে একটি মামলা করেন। এ মামলায় পরের বছর ২০১৪ সালে মফিজকে আদালত দুই বছরের সাজা প্রদান করেন। রায় ঘোষণার সময় মফিজ শেখ অনুপস্থিত ছিলেন। এরপর থেকে তিনি সাজা এড়াতে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।