• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

পুলিশের জালে নিউটন, উদ্ধার হলো স্বর্ণালঙ্কার-টাকা


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪, ০৮:০৫ পিএম
পুলিশের জালে নিউটন, উদ্ধার হলো স্বর্ণালঙ্কার-টাকা

চুরি হওয়া স্বর্ণালঙ্কার ও টাকাসহ নিউটন ধর (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) সকালে খাগড়াছড়ির সদর থানার পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

নিউটন ধর চট্টগ্রামের সাতকানিয়ার মোহন প্রসাদ ধরের ছেলে। তিনি বারইয়ারহাট বাজারে একটি জুয়েলারি দোকানের কর্মচারী ছিলেন।

পুলিশ জানায়, গত ২৭ আগস্ট রাতে স্বর্ণালঙ্কার ও টাকা আত্মসাৎ করে পালিয়ে যান নিউটন ধর। পরে দোকানের মালিক কৃষ্ণ কুমার ধর আদালতে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার জানান, নিউটনকে গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী ফেনীতে তার শ্বশুর বাড়ি থেকে ১১ ভরি ৮ আনা স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখ ২৩ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালঙ্কাকারের দাম আনুমানিক ১৪ লাখ টাকা।

Link copied!